
বিহারের রাজনৈতিক মঞ্চে নতুন উদ্দীপনা যোগ করল কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা। ১৭ আগস্ট সাসারাম থেকে শুরু হওয়া এই যাত্রায় রাহুল গান্ধীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দিলেন প্রিয়াঙ্কা গান্ধীও।

ভোটাধিকার রক্ষার বার্তা পৌঁছে দিতে গ্রাম থেকে শহরে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন তাঁরা। এই অভিযানে মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক মূল্যবোধ ও গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি তুলে ধরা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর পাটনায় এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে এই যাত্রার সমাপ্তি ঘটবে। কংগ্রেসের এই পদক্ষেপ আসন্ন নির্বাচনের আগে নতুন রাজনৈতিক বার্তা বহন করছে।















