
নিউটাউনে নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে সাজা ঘোষ ণা করল বারাসাত আদালত। অটো চালক সৌমিত্র রায়কে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেছে আদালত। বুধবার দুপুরে সাজা ঘোষণা করা হয়, অটোচালক সৌমিত্র রায়কে দোষী সাব্যস্ত করে তারপরে আমৃত্যু কারাদন্ডে সাজা ঘোষণা হয়। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তিতে খুশি নির্যাতিতার পরিবার।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউটাউনে একটি খাওয়া থেকে উদ্ধার হয় গৌরাঙ্গনগরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্রীর অর্ধ*নগ্ন মৃ*তদেহ। নাবালিকার ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের ছাপ ছিল স্পষ্ট, তারপরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত সৌমিত্র রায়কে গ্রেফতার করে পুলিশ। মাত্র ছয় মাসের মাথায় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে বুধবার দুপুর নাগাদ দোষী সৌমিত্র রায়ের সাদা ঘোষণা করল বারাসাত আদালত।














