
গুজরাটে রাজনৈতিক দুর্নীতি নিয়ে ফের তোলপাড়। নির্বাচন কমিশনে নথিভুক্ত ১০টি নামহীন রাজনৈতিক দল গত পাঁচ বছরে পেয়েছে প্রায় ৪৩০০ কোটি টাকার অনুদান। অথচ এই দলগুলোর রাজনৈতিক অস্তিত্ব কার্যত নেই বললেই চলে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে এই দলগুলো মিলিয়ে ২০১৯ লোকসভা, ২০২৪ লোকসভা এবং ২০২২ গুজরাট বিধানসভায় মোট ৪৩ জন প্রার্থী দিয়েছে।

কিন্তু সব মিলিয়ে তারা পেয়েছে মাত্র ৫৪ হাজার ভোট। অবাক করার বিষয়, বিপুল অঙ্কের চাঁদা প্রাপ্ত হলেও এই দলগুলির মোট খরচ মাত্র ৪০ লক্ষ টাকা। দৈনিক ভাস্করের প্রতিবেদন সামনে এনে রাহুল গান্ধী সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর প্রশ্ন, এই টাকা কোথা থেকে এল, কারা চালাচ্ছে এই অচেনা রাজনৈতিক দলগুলোকে? এর নেপথ্যে ভোটচুরি এবং দুর্নীতির চক্র কাজ করছে কি না, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, কমিশনের নীরব ভূমিকা গণতন্ত্রের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে।















