
প্রতি বছরের ন্যায় এই বছরেও মহারাষ্ট্র নিবাসে গনেশ বন্দনায় অংশগ্রহণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু প্রাচীন এই পুজো ১০১ বছরে পদার্পণ করল, ১১ দিন ধরে চলবে মহোৎসব।
এই পুজোতেই গণেশ চতুর্থীর সন্ধ্যায় গনেশ বন্দনায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি। ছবিগুলিতে কখনো তাকে সিধেদাতা গণেশের থেকে আশীর্বাদ নিতে দেখা গেল তো কখনো আবার রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রার্থনা, “গণপতি দেবের আশীর্বাদে দূর হোক অশুভ শক্তি, মুছে যাক অন্ধকার। মানবসমাজ মুক্ত হোক ঘৃণা ও বিভেদের কালিমা থেকে।”
তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে আরও লেখেন, “মানবতা, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের সুরে ভরে উঠুক আমাদের মা-মাটি-মানুষের পবিত্র ভূমি। প্রত্যেকের জীবনে আসুক পবিত্রতার আলো, মিলুক শান্তি ও আনন্দের পরশ। প্রতিটি পরিবারে ছড়িয়ে পড়ুক সুখ ও সুস্থতার বিকিরণ। আমার একান্ত প্রার্থনা, বাংলার প্রতিটি মানুষ সুস্থ, নিরাপদ ও কল্যাণময় জীবনযাপন করুন।”














