
মেয়ে নেই বছর ঘুরেছে, শোকে কাতর বাবা-মা চেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েকে বিচার পাইয়ে দিতে। ন্যায় বিচারের দাবিতে আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। নবান্ন অভিযান চলাকালীন আক্রান্ত হন নির্যাতিতার মা, মাথায় চোট লাগে, অভিযোগের তীর ছিল পুলিশের দিকেই। গুরুতর আহত হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে।
পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, বুধবার সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে আর সেখানেই আদালতের কড়া নির্দেশ মঙ্গলবার বিকেল চারটের মধ্যে তিলো তোমার মায়ের মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।
প্রসঙ্গত, তিল তোমার মা নবান্ন অভিধানে আক্রান্ত হন তারপরে থানায় মামলা দায়ের করতে গেলে কোন এফআইআর হয় না হয় শুধুমাত্র জিডি, এই বিষয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন নির্যাতিতার মা।















