
অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়ার অপেক্ষা করেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এবার সেই অভিযোগের উপর ভিত্তি করেই এস এস থেকে তীব্র ভৎসনা করলো সুপ্রিম কোর্ট। এইদিন কমিশনের আইনজীবীকে বিচারপতির সঞ্জয় কুমার স্পষ্ট জানিয়ে দেন, যদি অযোগ্যরা পরীক্ষায় বসে তাহলে ফল ভালো হবে না।
স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে বিচারপতি বলেন, “আপনাদের কাছে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা রয়েছে। আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন, তাহলে তার ফল ভুগতে হবে। বিচারপতি প্রশ্ন করেন, ‘অযোগ্য’ প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে SSC? কোনও যুক্তিই এর জন্য যথেষ্ট নয়, যদি না কিছু মন্ত্রী চান যে, ওই প্রার্থীরা থাকুন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল, কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাঁদের প্রার্থীরা থাকুক। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য জন্য বোর্ড, SSC এবং রাজ্য সরকার দায়ী।”

এইদিন বিচারপতি সঞ্জয় কুমার আরও বলেন, “আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন। তাঁদের জীবন নষ্ট হয়ে গেছে। তাঁরা রাস্তায় নেমেছেন। আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন আর আমাদের দোষারোপ করা হচ্ছে? এটা কি ঠিক? বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট SSC-র কাজের ওপর কড়া নজর রাখছে। নির্দেশ নিয়ে কারচুপি করা হলেই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট”।














