
শত বাঁধা সত্ত্বেও বৃহস্পতিবার সকালেই নির্দিষ্ট সময়সূচি মেনে শুরু হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য এবং আইন বিভাগের পরীক্ষা। উচ্চশিক্ষা বিভাগের অনুরোধ সত্বেও পরীক্ষা সূচিতে কোন বদল আনেন নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দে। শিক্ষাপ্রতিষ্ঠান যে কোনো রাজনৈতিক প্রাঙ্গণ নয় তা প্রমাণ করতে বদ্ধপরিকর তিনি।
মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে হচ্ছে টিএমসিপি সভা, তার যেরে শহর জুড়ে যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই সমস্ত বাধা অতিক্রান্ত করে অবশেষে নির্দিষ্ট সময়েই শুরু হয়ে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অন্যদিকে আরও একটি বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় সবার স্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও নির্দিষ্ট কারণ দেখিয়ে পরীক্ষা বন্ধ করেছে।
যদিও কলেজের ভিতরেও বৃহস্পতিবার সকাল থেকে দুই রকম দৃশ্য চোখে পড়ল একদিকে ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছে অন্যদিকে ব্যানার ফেস্টুন নিয়ে একদল ছাত্রছাত্রী তৈরি জনসভায় যোগ দেওয়ার জন্য।















