
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক অশান্তি দেখা দেয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণের অভিযোগ ওঠে। সেই সময় কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। নিহত অভিজিৎ সরকারের পরিবারের পক্ষ থেকে সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।
পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। সিবিআই তদন্তে নাম জড়ায় তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ আরও কয়েকজন নেতার।

মামলার তদন্ত চলাকালীন দীর্ঘদিন ধরে হেফাজতে থাকা নারকেলডাঙা থানার ওসি অবশেষে জামিনে মুক্ত হলেন। এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা।














