
ট্রেনে চড়ে অনেকেই মনে করেন বাথরুমে গিয়ে সিগারেট খেলে কোনও সমস্যা নেই। কিন্তু এবার সেই অভ্যাসে আসতে চলেছে কঠিন শাস্তি। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেশ কিছু ট্রেনের টয়লেটে স্মোক ডিটেক্টর বসিয়েছে। ফলে কেউ ধূমপান করলেই সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করবে। শুধু তাই নয়, জরুরি অবস্থার মতো ট্রেন থামিয়ে দেওয়া হতে পারে এবং যাত্রীকে গ্রেফতার করা হতে পারে।

এতে শুধু ধূমপানের অভিযোগ নয়, অযথা ট্রেন থামানোর দায়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে রেল পুলিশের পোশাকে এক অফিসারকে এই বিষয়ে সতর্ক করতে দেখা গিয়েছে। ভিডিওতে স্পষ্ট বলা হয়েছে, ধূমপানকারীদের জন্য এবার থেকে আর কোনও ছাড় দেওয়া হবে না।
ধূমপানের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায়, তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই ট্রেনে চড়ে কেউ ধূমপান করলে তিনি নিজেই বিপদের মুখে পড়বেন। সাবধান হওয়া ছাড়া আর কোনও পথ খোলা নেই।

















