
TMCP-র সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি অভিযোগ করেন, যারা আদালতে গিয়ে নিয়োগ ও ভর্তির প্রক্রিয়া আটকে রাখে, তারাই আবার তৃণমূল ছাত্র পরিষদকে দায়ী করে। মমতার বক্তব্য, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হয়েছে মামলার কারণে, সরকারের দোষে নয়।

তিনি কটাক্ষ করে বলেন, এরা ব্যাকডোর রাজনীতি করে নিয়োগ আটকে রাখছে। একইসঙ্গে তিনি রাজ্যের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। মমতার দাবি, ২০১৩ থেকে ২০২৩-এর মধ্যে প্রায় ১ কোটি ৭২ লক্ষ মানুষ দারিদ্রসীমার ওপরে উঠে এসেছেন, শীঘ্রই এই সংখ্যা ২ কোটিতে পৌঁছবে। রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ।
শিক্ষার পরিকাঠামো গড়তে খরচ হয়েছে ৬৯ হাজার কোটি টাকা, যার মাধ্যমে স্কুল, কলেজ, আইটিআই ও পলিটেকনিক কলেজ গড়ে উঠেছে। বিনামূল্যে বই বিতরণ, মিড-ডে মিল এবং কন্যাশ্রী প্রকল্পকে তিনি বিশ্বের মডেল বলে উল্লেখ করেন। মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার ইউজিসি অনুদান বন্ধ করেছে, সেই জায়গায় রাজ্য সরকারই অর্থ জুগিয়েছে।














