
TMCP-র সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, “আপনাদের দুর্নীতির ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে। বেশি বাড়াবাড়ি করবেন না, আপনাদের ভান্ডারা খুলে দেবো।* অমিত শাহ বাবু, আপনার ছেলে তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এ আছে, কি করে গেলো ? পরিবারবাদ নিয়ে কথা বলছেন, আপনাদের পরিবারের কারা কারা কোথায় কোথায় আইএএস, আইপিএস হয়ে রয়েছেন ? এগুলো পরিবারবাদ নয় ? আগামি নির্বাচনে আরো সিট বাড়বে। বাংলার ঘরে যত ভাইবোন এক হোক, এক হোক, এক হোক। একথা মনে রাখতে হবে”।

নিজের জীবনের ছাত্র রাজনীতির কথা তুলে ধরলেন মঞ্চ থেকে ছাত্র-ছাত্রীদের জতীর ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে ছাত্রদের জন্য টিএমসির বেশ কিছু প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন। বললেন, সরকারের তরফে এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সবুজসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। ৫৩ লক্ষ পড়ুয়াকে তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল দেওয়া হয়েছে। “স্টুডেন্ট্স ক্রেডিট কার্ড’-এর আওতায় ৯২ হাজার ছাত্রছাত্রী সুবিধা পাচ্ছেন”।














