
তৃণমূল ছাত্র পরিষদের নেতা কাজী রহিম উদ্দিনকে আমডাঙার গাদামারা হাট এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, প্রভাব খাটিয়ে অন্যের নামে দামি বাইক কিনে ইএমআই শোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ে টাকা শোধ না করায় সামনে আসে আর্থিক তছরূপের ঘটনা।

দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে নানা অসামাজিক কাজকর্মের অভিযোগ উঠছিল। বৃহস্পতিবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে পুলিশ পাঁচ দিনের হেফাজতের আবেদন জানায়। তবে আদালত দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। TMCP-র প্রতিষ্ঠা দিবসেই এই গ্রেপ্তার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর একাংশ বলছেন, রহিম উদ্দিনের এহেন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরেই অসুবিধার মুখে পড়ছিলেন সাধারণ মানুষ।














