
ভিনরাজ্যে বাঙালি পরিচয় ও ভাষাকে ঘিরে হেনস্তার অভিযোগে উত্তপ্ত রাজনীতি। সেই প্রেক্ষিতেই সেপ্টেম্বরে তিনদিনের বিশেষ অধিবেশন বসাতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। সূত্রের খবর, ১, ২ ও ৪ সেপ্টেম্বর এই অধিবেশন অনুষ্ঠিত হবে। এই বিশেষ অধিবেশনে ভিনরাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর বাড়তে থাকা অত্যাচার নিয়ে নিন্দাপ্রস্তাব আনার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি, এসআইআর (SIR) প্রকল্পের বিরোধিতা, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং রাজ্যপালের কাছে আটকে থাকা অপরাজিতা বিল ফেরত পাঠানোর দাবিও আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে। শাসকদল সূত্রে খবর, এই অধিবেশনকে কেন্দ্র করে বিরোধী পক্ষেরও সক্রিয় ভূমিকা প্রত্যাশিত। বিশেষ করে বাঙালি পরিচয় রক্ষার লড়াই নিয়ে জোরদার রাজনৈতিক বার্তা দিতে চায় রাজ্যের শাসকদল। রাজনৈতিক মহলের মতে, এই বিশেষ অধিবেশন আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।














