দুর্গাপুর থানার সামনে বিশ্ব হিন্দু পরিষদের ঘেরাও কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। দুর্গাপুরের বিজন রুটের একটি মিনিবাসে হিন্দি ভাষায় লেখা ‘জয় শ্রী রাম’ স্লোগান বেনাচিতি বাজারে দাঁড় করিয়ে বাংলা পক্ষের সদস্যরা ঢেকে দেয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিজেপি প্রতিবাদ জানিয়ে একের পর এক বাসে গেরুয়া পতাকা লাগায়। এরপরেই বৃহস্পতিবার বাংলা পক্ষের বিরুদ্ধে প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা দুর্গাপুর থানার সামনে বিক্ষোভে নামেন এবং বাংলা পক্ষের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রায় আধঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব।















