
মার্কিন শুল্ক আরবের কারণেই কার্যতো ভারতীয় অর্থনীতির অচলঅবস্থা দেখা দিয়েছে। তবে এই আবহেও ভারতীয় অর্থনীতির জন্য খুশির খবর নিয়ে এসেছে EY-এর একটি রিপোর্ট। তাদের প্রতিবেদন অনুযায়ী ২০৩৮ সালে পিপিপি বা ক্রয় ক্ষমতার বিবেচনায় জিডিপি হবে ৩৪.২ মার্কিন ট্রিলিয়ন ডলার।
EY-এর প্রতিবেদনে বলা হয়েছে জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ দেশ হলো ভারতবর্ষ, তাই জনসংখ্যায় ভারতের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে। ২০২৫ সালে ভারতের নাগরিকদের গড় বয়স ধরা হয়েছে ২৮.৮ বছর, অর্থাৎ, ভারতের জনগোষ্ঠী এখনও তুলনামূলকভাবে তরুণই রয়েছে। এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যা অর্থনৈতিক বৃদ্ধির জন্য ইতিবাচক কারণ হয়ে দাঁড়াতে পারে।

















