
কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে চলেছে। এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর কলেজে নজরদারি ক্যামেরা বসানোর প্রস্তাব এসেছিল। কিন্তু দেড় মাস কেটে গেলেও এখনও কোনও পদক্ষেপ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার প্রথমবার বসছে পরিচালন সমিতির নতুন বৈঠক, যেখানে এই বিষয়টি প্রধান আলোচ্য হতে পারে। পাশাপাশি, কলেজে ভর্তির সময় অতিরিক্ত ফি নেওয়া এবং ঘটনার পর উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে পারেন সদস্যরা।

য়গত ২৪ জুলাই শেষবার বৈঠক হয়েছিল। তার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই সদস্যকে সরিয়ে দিয়ে নতুনভাবে তনুপা চক্রবর্তী ও কৌশিক গুপ্তকে মনোনীত করেন। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আইন কলেজের মতো প্রতিষ্ঠানে যদি সুরক্ষার ব্যবস্থা না থাকে, তবে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে বলে আশঙ্কা। শুক্রবারের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।














