
ভোটার অধিকার যাত্রাকে কেন্দ্র করে ফের শুরু হল রাজনৈতিক উত্তেজনা। কংগ্রেসের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা-কে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় কটূক্তি করে বসেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনার দায়ভার বর্তেছে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর। পাটনায় বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু আনুষ্ঠানিকভাবে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিজেপির অভিযোগ, কংগ্রেসের কর্মীরা মিছিলের সময় বারবার উস্কানিমূলক ভাষা ব্যবহার করেন এবং দলের শীর্ষ নেতৃত্ব তা থামানোর চেষ্টা করেননি।
অন্যদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই যাত্রাকে বিজেপি নেতারা আগেই “ভোট রাজনীতি” বলে কটাক্ষ করেছিলেন। পাশাপাশি যাত্রায় বাধা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতারা। এই মামলার ফলে ফের একবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আইনি বিপাকে পড়লেন। ইতিমধ্যেই একাধিক মামলায় জড়িয়ে বিরোধী শিবিরে চাপে রয়েছেন তিনি। তবে কংগ্রেস শিবির পাল্টা দাবি করছে, এটি রাজনৈতিক প্রতিহিংসা এবং গণতান্ত্রিক আন্দোলনকে রুখতেই বিজেপি এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। ফলে এই মামলা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
















