
তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের লক্ষ্যে ছাব্বিশের আগেই তৎপর নেতৃত্ব। শুক্রবার কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তরে পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলা নেতৃত্বকে নিয়ে দীর্ঘ বৈঠক করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের ৮ জন বিধায়ক, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারসহ একাধিক শাখা সংগঠনের পদাধিকারী।
সূত্রের খবর, ব্লক ও টাউন স্তরে নতুন সভাপতি ও পদাধিকারী কারা হবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অভিষেক নিজে প্রত্যেক বিধায়ক ও নেতার মতামত শোনেন এবং সাংগঠনিক পরিবর্তনের খসড়া নিয়ে নির্দেশ দেন। পরবর্তী ধাপে আরও আটজন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। সূত্রের মতে, ছাব্বিশের মধ্যেই ব্লক, টাউন স্তরে বড় ধরনের রদবদল হতে পারে। তৃণমূল নেতৃত্বের দাবি, সংগঠনের শক্তি বাড়াতেই এই উদ্যোগ, যাতে ভোটের আগে দলীয় কাঠামো আরও দৃঢ় করা যায়। অভিষেকের এই বৈঠককে কেন্দ্র করে জেলা তৃণমূলে চাঞ্চল্য তৈরি হয়েছে।














