
প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং দেশের রাজনীতির অন্যতম আলোচিত মুখ জগদীপ ধনখড় এবার পেনশনের জন্য আবেদন করলেন রাজস্থান বিধানসভায়। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি অজমের জেলার কিষানগড় বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন। সেই সময়ের প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের দাবি জানিয়েছেন ধনখড়।
বিষয়টির সত্যতা স্বীকার করে রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি জানিয়েছেন, ধনখড়ের আবেদনপত্র ইতিমধ্যেই বিধানসভার সচিবালয়ে পৌঁছেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রক্রিয়া শেষ হলে প্রাক্তন বিধায়ক হিসাবে তিনি নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের পক্ষ থেকে পেনশন পাবেন।

রাজনৈতিক মহলে এই খবরকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। প্রাক্তন উপরাষ্ট্রপতি পদে থেকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার পর এবার প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন নজর কাড়ছে। অনেকের মতে, এটি একেবারেই নিয়ম মেনে করা পদক্ষেপ। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা একাধিক জায়গা থেকে সুবিধা নেওয়া কতটা ন্যায্য। সব মিলিয়ে ধনখড়ের পেনশন আবেদন ঘিরে রাজস্থানে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।

















