
শীর্ষ আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শনিবার প্রকাশ করল ‘দাগি অযোগ্য’দের তালিকা। প্রাথমিক ভাবে তালিকায় ১৮০৪ জনের নাম ছিল। তবে পরে আরও দুই শিক্ষকের নাম যুক্ত হওয়ায় বর্তমানে তালিকায় নাম দাঁড়াল ১৮০৬ জনের। সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী সময়সীমার মধ্যেই কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে।
তবে নাম প্রকাশের পর অসন্তোষ প্রকাশ করেছেন তালিকাভুক্ত শিক্ষকরা। তাঁদের অভিযোগ, এসএসসি নিজেদের দায় এড়াতে এই তালিকা প্রকাশ করেছে। অযোগ্য বলে চিহ্নিত শিক্ষক কমলেশ কাপাট বলেছেন, ‘‘কিসের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হল, তা আদালতেই জানতে চাইব।’’ শিক্ষামহলের মতে, তালিকা প্রকাশের ফলে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মাত্রা যোগ হয়েছে। এখন নজর সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে।














