
অবিশ্বাস্য হলেও সত্যি! দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা প্রাক্তন রাজ্যপাল ও মন্ত্রী জগদীপ ধনকড় এখনও সরকারি আবাসন পাচ্ছেন না। কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাঁর জন্য একটি বাড়ি বরাদ্দ করা হলেও, সেই বাড়ি দখল করে রেখেছেন এক বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী। ফলে ধনকড়কে বাধ্য হয়েই আপাতত ভাড়াবাড়িতে থাকতে হচ্ছে। ধনকড়ের মতো একাধিক পদে আসীন থাকা সম্মানীয় ব্যক্তিত্বের সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। শাসকদল বিরোধীদের অভিযোগ, এটি সরকারের অব্যবস্থাপনা এবং প্রটোকল ভঙ্গের স্পষ্ট প্রমাণ।
বিরোধীরা প্রশ্ন তুলছেন, দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতিই যদি নিজের সরকারি বাড়ি না পান, তবে সাধারণ মানুষের অবস্থা কেমন! অন্যদিকে শাসকদল সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, শীঘ্রই সমাধান হবে এই সমস্যার। তবে বর্তমানে ধনকড়ের ভাড়াবাড়ি প্রসঙ্গ ইতিমধ্যেই প্রশাসনিক ব্যর্থতার নজির হিসেবে ছড়িয়ে পড়েছে জনমানসে।

















