
এসএসসি নিয়োগ দুর্নীতির অযোগ্য তালিকা প্রকাশের পর ফের রাজনৈতিক তরজা তুঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৬ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই তালিকা অসম্পূর্ণ এবং অনেক প্রকৃত দোষীদের নাম বাদ রাখা হয়েছে।
তাঁর এই মন্তব্যের জবাবেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক দাবি করে বলেন “অযোগ্য তালিকায় যাদের নাম রয়েছে, তারা সবাই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ।” তিনি আরও যোগ করেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার প্রার্থীরাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এরা বিজেপির আশ্রিত। ফলে অযোগ্য প্রার্থীদের তালিকাকে ঘিরে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব আরও চরমে উঠেছে। একদিকে বিরোধীরা কমিশনের প্রকাশিত তালিকা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপিই আসল নিয়োগ দুর্নীতির মদতদাতা। এসএসসি দুর্নীতি মামলা নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর আগামী দিনে আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।














