
রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। এবার থেকে সহজ প্রক্রিয়ায় বদল করা যাবে বেতন-সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, কোনও কর্মচারী যদি নিজের বেতন গ্রহণের জন্য ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, তবে তাঁকে নির্দিষ্ট ‘অপশন ফর্ম’ পূরণ করে দফতরের প্রধান বা অফিস প্রধানের কাছে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেতন উত্তোলন সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত জেলাস্তরের তথ্যও এখন থেকে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করতে হবে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন সাত লক্ষাধিক সরকারি কর্মচারী। দীর্ঘদিন ধরে জটিল প্রশাসনিক প্রক্রিয়া এবং বিলম্বের কারণে কর্মীদের ভোগান্তি হতো। নতুন নিয়ম চালু হলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছে কর্মচারী মহল। সহজ, স্বচ্ছ এবং দ্রুত প্রক্রিয়ায় কর্মীদের আর্থিক লেনদেন আরও কার্যকর হবে।


















