• Home
  • ধর্ম
  • হংসেশ্বরী রহস্যময়ী মন্দির, বদলে যায় মায়ের রূপ, একবার ঢুকলেই সময় থমকে যায়।
Image

হংসেশ্বরী রহস্যময়ী মন্দির, বদলে যায় মায়ের রূপ, একবার ঢুকলেই সময় থমকে যায়।

হংসেশ্বরী মন্দির, পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত একটি অনন্য রত্নশৈলীর হিন্দু মন্দির। এর প্রধান দেবী মা হংসেশ্বরী, আদ্যাশক্তি জগৎজননী কালী রূপে পূজিত হন ।

• মন্দিরের নির্মাণ শুরু করেন রাজা নৃসিংহদেব রায় মহাশয় ১৭৯৯ সালে, কিন্তু ১৮০২ সালে তাঁর মৃত্যুর পর কাজ অসম্পূর্ণ থেকে যায়। পরবর্তীতে তাঁর স্ত্রী রানি শঙ্করী ১৮১৪ সালে মন্দিরটি সম্পূর্ণ করেন ।

• রাজা নৃসিংহদেব বেনারসে অবস্থানকালে কুণ্ডলিনী যোগ এবং ষটচক্র তন্ত্র নিয়ে গভীরভাবে অধ্যয়ন করেন। সেই জ্ঞান অনুসারে মন্দিরের স্থাপত্যে মানবদেহের পাঁচটি নাড়ি—ইড়া, পিঙ্গলা, সুষুম্না, বজ্রাক্ষ ও চিত্রিণী—প্রতিফলিত হয়েছে ।

• মন্দিরে রয়েছে ১৩টি রত্নাকৃতি মিনার, প্রতিটি মিনার একটি পদ্মকলি আকৃতির, যা তান্ত্রিক স্থাপত্যের প্রতীক ।

• গর্ভগৃহে দেবী হংসেশ্বরীর নীম কাঠের চতুর্ভুজা মূর্তি প্রতিষ্ঠিত, যা কালী রূপে পূজিত হন ।

• মন্দিরের অভ্যন্তরীণ গঠন একটি মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের মতো, যা তন্ত্রসাধনার প্রতীক হিসেবে বিবেচিত ।

• মন্দিরের নির্মাণে ব্যবহৃত পাথর এসেছে উত্তরপ্রদেশের চুনার অঞ্চল থেকে, এবং রাজস্থানের কারিগররা নির্মাণকাজে অংশগ্রহণ করেন ।

• মন্দিরে নিত্যপূজা ও অন্নভোগ হয়, এবং প্রতি ১২ বছর অন্তর দেবীর অঙ্গরাগ অনুষ্ঠিত হয় ।

• ১৮২০ সালে একবার দেবীর অলঙ্কার চুরি হয়েছিল, পরে মন্দিরটি আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আসে ।

• কালীপূজার দিন সন্ধ্যায় দেবী রাজবেশে সজ্জিত হন, রূপোর মুখোশ ও সোনার জিভ পরানো হয়, যা তান্ত্রিক পূজার বিশেষ অংশ ।

Releated Posts

২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি, ভালোবাসায় ৫০ বছরের পথচলা রাধা বেকারির ।

শিলিগুড়ি: সময়ের সঙ্গে বদলে গেছে শহরের চেহারা, বদলেছে ব্যবসার ধরনও। আধুনিক সাজ, ঝাঁ চকচকে কেক শপ, অনলাইন অর্ডারের…

ByByKolkata NewsDec 23, 2025

‘রামচন্দ্রকে মুসলিম বলা অপমানজনক’ – দুর্গাপুরে মদন মিত্রের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য…

ByByKolkata NewsDec 21, 2025

২০২৬ এর আগে বাংলাকে অশান্ত করার ছক, বিহার থেকে ৫৫টি বাইক আসা ঘিরে বর্ধমান স্টেশনে তৃণমূলের বিক্ষোভ ।

পূর্ব বর্ধমান: বিহার থেকে বর্ধমানে একসঙ্গে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশন চত্বরে। শহর…

ByByKolkata NewsDec 21, 2025

রাজবংশী গৃহবধূ জ্যোৎস্না রায় রৌপ্য পদক জয় করে উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করলেন

রান্নাঘর আর সংসারের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্য এই দৃষ্টান্তই গড়লেন শিলিগুড়ির চম্পাসারী বটতলার বাসিন্দা জ্যোৎস্না রায়। রাজবংশী…

ByByKolkata NewsDec 16, 2025
Scroll to Top