
ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থায় উড়িষ্যা সহ আরও তিন জেলায়। প্রবল বৃষ্টির ফলে শুরু হয়েছে ধস , বহু মানুষ সংকটের মুখে। ধসের ফলে মৃত্যু হয়েছে দুজনের, এছাড়া আহত হয়েছেন বেশ কিছু মানুষ। আগে থেকেই আলিপুর আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছিল উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে । সেই কথামতোই শুক্রবার থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি।
বৃষ্টি থেকে এখনই রেহাই মিলছে না উড়িষ্যার । বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারি ও হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছেন তারা। উড়িষ্যার বেশ কিছু জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
প্রবল বৃষ্টিপাতের ফলে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে , বৃষ্টির ফলে সড়ক যোগাযোগ ও দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন চলাচলের উপর প্রভাব পড়ছে। বেশ কিছু ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে ধসে পড়া জায়গায় উদ্ধারকাজ চালানো হয়েছে। তবে পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে বলা যাচ্ছে না সেটা।


















