
দুর্যোগ কবলিত নাগরা কাটায় গিয়ে আক্রান্ত হলেন মালদহ উওরের বিজেপি সাংসদ খগেন মুর্ম ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দুজনেই বিক্ষোভের মুখে পড়েন। তাদের উপর জুতা, লাঠি নিয়ে চড়াও হয় স্থানীয় মানুষ।
জানা গিয়েছে, পাথরের আঘাতে মাথা ফেটেছে খগেন মুর্মর , এছাড়া শঙ্কর ঘোষের উপরেও চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পরেই রাজ্য তৃণমূলের দিকে অভিযোগ তুলেছেন বিজেপির নেতা নেত্রীরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি আগে থেকেই পরিকল্পনা করে করা হয়েছে এই কান্ড।
নাগরা কাটায় বিভিন্ন এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন দুজনেই। সেখানে ঢোকার মুখে বিক্ষোভের স্বীকার হন দুজনেই। উওরবঙ্গের বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে সকাল থেকেই বিজেপির নেতা, নেত্রীরা নেমে পড়েছিলেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও সেখানে গিয়েছিলেন। এরপর বহু বিপর্যস্ত এলাকা খতিয়ে দেখতে শুরু করেছিল বিজেপির নেতা নেত্রীরা।
আর সেই সময়েই স্থানীয় বাসিন্দারা চড়াও হয়ে মাথায় আঘাত করেন বলে জানা গিয়েছে।













