
আহমদপুরের সন্নিকটে অবস্থিত বীরভূমের অন্যতম পবিত্র ভূমি তথা বৈষ্ণব তীর্থস্থান পাহাড়পুর নিত্যধামে তিন দিন ব্যাপী রাস উৎসবের আয়োজন করা হয়৷ ভক্ত অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো৷ মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান বৈষ্ণবাচার্য্য শ্রীমৎ রামকানাই ঠাকুর প্রভুর প্রতিষ্ঠিত শ্রীশ্রী রাধাবল্লভ জিউ প্রভুর মন্দিরের সেবাইতদের পক্ষ থেকে দেবাশীষ ঠাকুর ও দেবেশ ঠাকুর৷
তাঁরা বলেন, প্রাচীন বহু ইতিহাস জড়িয়ে এই ঐতিহ্যবাহী মন্দিরের সঙ্গে৷ প্রসঙ্গ ক্রমে সুদূর অতীতে মন্দির প্রতিষ্ঠা , মন্দিরের জন্য জায়গা ও জমি দানের ক্ষেত্রে বীরভূমের রাজনগরের রাজপরিবারের তথা তৎকালীন ইসলাম ধর্মাবলম্বী পাঠান রাজাদের বিশেষ অবদানের কথা একাধিক বার তুলে ধরেন তাঁরা৷ রাজ পরিবারের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন৷ উদ্যোক্তারা জানান, এবার রাস উৎসব উপলক্ষে তিন দিন ধরে নানা অনুষ্ঠান ও ধর্মীয় কর্মসূচী রয়েছে৷
মঙ্গল আরতি, প্রভাতী উৎসব, নাম সংকীর্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা, পুজোপাঠ, যজ্ঞ, বিচিত্রানুষ্ঠান, রাসলীলা, মহানিশা আরতি, যাত্রানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, অন্ন মহোৎসব, প্রসাদ বিতরণ প্রভৃতি রয়েছে৷ মন্দির সংলগ্ন স্থানে বসেছে গ্রামীণ মেলাও৷ দূর দূরান্ত থেকে আগত ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও রয়েছে যথেষ্ট৷ সেবাইতগণ, স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে বিশেষ তৎপরতাও লক্ষ্য করা যায়৷














