
একটি নামী কোম্পানির টিনে নকল সরষের তেল বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনটি টিন বাজেয়াপ্ত করেছে। পুলিশের ধরপাকড়ে কাজ করা লোকদেরও আটক করা হয়েছে। অভিযোগ, দিনের পর দিন এই তেল ওই কোম্পানির নাম ব্যবহার করে বিক্রি হচ্ছিল।
তেল কিনতে আসা কিছু মানুষ সন্দেহ করে কোম্পানির কর্মকর্তাদের খবর দেন। আসল কোম্পানির লোকেরা এসে বুঝতে পারে, তাদের নাম ব্যবহার করে নকল তেল বিক্রি করা হচ্ছে। এরপর তারা পুলিশকে জানায়। পুলিশ এসে গোটা কারখানাটি বাজেয়াপ্ত করে বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানিয়েছেন, দিনের পর দিন এমন নকল তেল বিক্রি হচ্ছিল, কিন্তু প্রশাসন নিশ্চুপ ছিল। এই ধরনের তেল খেলে মানুষের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। অভিযানে দু-তিনজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধরে ফেলে। আপাতত পুলিশের কাছে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। খবরটি ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।














