তাদের শিল্পনৈপুণ্যের বড় স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়। মঙ্গলবার বর্ধমানের সভায় এসে ৯ হাজার শাড়ি কিনলেন তিনি। নতুন ভাবে স্বীকৃতি পেলেন আনজুমানারা বেগম, মর্জিনা শেখরা। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁদের স্টলে এসে নিজে পছন্দসই শাড়ি, গয়না কিনে নিয়ে গেলেন। আগামী দিনেও কেনার কথা আগে থেকেই বলে গিয়েছেন মমতা।

শিল্পীরা জানান, “রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্যের বাইরে গিয়েছি আমাদের সামগ্রী বিক্রি করতে। প্রশংসাও পেয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে পুজোর আগে আমাদের সামগ্রী কিনবেন ভাবতেই পারিনি। এটাই আমাদের সব থেকে বড় পুরস্কার। ভালো কাজের সব থেকে বড় স্বীকৃতি আমাদের।”

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে প্রশাসনিক সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের পাশেই ছিল স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল। মাঠে প্রবেশ করেই মূলমঞ্চে ওঠার আগে সোজা হাজির হন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টলে। একটি শাড়ি নিজের জন্য পছন্দ করেন। তারপরই প্যাক করে দিতে বলেন মমতা। সব মিলিয়ে নগদে ১০ হাজার টাকা দেন মহিলাদের।














