
প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ফের রাজনীতির অঙ্গনে আলোচনায়। ইস্তফার পর প্রায় দেড় মাস জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। এদিন জানা গেল, কংগ্রেসের টিকিটে জয়ী বিধায়ক হিসাবে পেনশনের জন্য আবেদন করেছেন তিনি। যদিও উপরাষ্ট্রপতি, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ও বাংলার রাজ্যপাল হিসাবে তাঁর একাধিক সরকারি সুবিধা প্রাপ্য, সেই আবেদন এখনও করেননি ধনকড়। বরং রাজনৈতিক জীবনের শুরুর কংগ্রেস অধ্যায়ের দিকে ফিরে গিয়ে তিনি বিধায়ক পেনশনের দাবি তুলেছেন।
১৯৯৩ থেকে ১৯৯৮ পর্যন্ত রাজস্থানের আজমেঢ় জেলার কৃষ্ণগড় বিধানসভায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন ধনকড়। পরে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ, মন্ত্রী থেকে শুরু করে বাংলার রাজ্যপাল হয়ে শেষে দেশের উপরাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেছেন। কিন্তু কার্যত সব পদেই পেনশন পাওয়ার যোগ্য হয়েও তিনি কংগ্রেস টিকিটে নির্বাচিত হওয়ার সময়কার পেনশনকেই বেছে নেওয়ায় তাৎপর্যপূর্ণ জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে বলছেন, বিজেপির উপর অভিমান থেকেই ধনকড় হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন।


















