
শুল্ক বানে ভারতকে বারবার বিদ্ধ, ধমকানি চমকানি দিয়েও কাজ হয়নি, রাশিয়া সঙ্গে বন্ধুত্ব অটুট রেখেছে ভারত। কিন্তু ট্রাম্পের অনৈতিক শুল্কনীতি এবার ট্রাম্পের উপরেই ভারী পড়ছে। বুমেরাং হয়ে ফিরে আসছে তাঁর দিকেই, এক কথায় বলতে গেলে মাকড়সার মতো নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প।
ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা তারপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে সারা বিশ্বে। এর মাঝেই জার্মান গণমাধ্যম ‘ফ্রাঙ্কফুর্টার অ্যালজ়েমেইন জ়েইতুং’। সেই প্রতিবেদন ব্যাপক সাড়া ফেলেছে সমগ্র বিশ্বে। সারা বিশ্বে ট্রাম্পের এই অনৈতিক শুল্কনীতি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
এফএজ়েডের প্রতিবেদন সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে অন্তত চারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু সেই ফোনের কোন উত্তর দেননি মোদি। যদিও এই প্রতিবেদনের কোনো সততা যাচাই করেনি কলকাতা নিউজ।

















